spot_img

ডিসেম্বরে মাসসেরা ক্রিকেটার হলেন বুমরাহ

অবশ্যই পরুন

ডিসেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার হলেন জাসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে অনবদ্য পারফরম্যান্সে এই পুরষ্কার জিতলেন ভারতের এই তারকা পেসার।

গত ডিসেম্বরে বুমরাহ তিন টেস্টে ১৪.২২ গড়ে শিকার করেন ২২ উইকেট। অ্যাডিলেডে প্রথম ইনিংসে ৬১ রানে নেন ৪ উইকেট। এরপর ব্রিসবেনে প্রথম ইনিংসে ৭৬ রানে ৬টির পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন ১৮ রানে আরও ৩ উইকেট। এরপর মেলবোর্নে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন ৯৯ রানে, দ্বিতীয় ইনিংসে নেন ৫৭ রানে ৫ উইকেট।

ধারাবাহিক নজরকাড়া পারফরমেন্সে এবার আইসিসির মাস সেরার স্বীকৃতিটাও পেলেন ভারতীয় এই তারকা। এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হলেন বুমরা। প্রথমবারও ২০২৪ সালেরই জুন মাসে।

সর্বশেষ সংবাদ

১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার

২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম,...

এই বিভাগের অন্যান্য সংবাদ