spot_img

উইজডেনের বর্ষসেরা দলে তাসকিন আহমেদ

অবশ্যই পরুন

গত বছরে বাংলাদেশ দলের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা ভালো না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন তাসকিন আহমেদ। যার পুরস্কারও পাচ্ছেন তিনি। এবার তাকে পুরস্কৃত করলো উইজডেন।

গত বছরটা স্বপ্নের মতো কেটেছে তাসকিন আহমেদের। তিন ফরম্যাটে ১৯.২৩ গড়ে ৬৩টি উইকেট নিয়েছেন। যা বাংলাদেশী বোলারদের মধ্যে সর্বোচ্চ, বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

সেই ধারাবাহিকতায় তাসকিন জায়গা পেলেন ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে। একাদশে আছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আধিক্য, তবে নেই কোনো ভারতীয়।

শ্রীলঙ্কার হয়ে দেশটির তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দু’জন করে ক্রিকেটার আছেন দলে। বাংলাদেশ ও ইংল্যান্ডের একজন করে ক্রিকেটারকে একাদশে রাখা হয়েছে।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল :
সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, এএম গাজানফার, তাসকিন আহমেদ।

সর্বশেষ সংবাদ

বিসিবির নির্বাচকের দায়িত্বে সালমা খাতুন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সালমা খাতুন। জাতীয় দলের সাবেক অধিনায়ককে শনিবার (২০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ