spot_img

পেনাল্টি মিস করায় ফুটবলারের স্ত্রী ও অনাগত সন্তানকে হত্যার হুমকি

অবশ্যই পরুন

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে মিস করেছিলেন বেশ কয়েকটি সহজ গোল, মিস করেছেন মহামূল্যবান পেনাল্টিও। ফরোয়ার্ড কাই হ্যাভার্টজের ব্যর্থতায় এফএফ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন আর্সেনাল। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ হারের হতাশার মাঝে বড় হুমকি পেয়েছেন হ্যাভার্টজ।

তার স্ত্রী জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনাগত সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে!
আর্সেনালের হারে হাভার্টজের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই মানতে পারছেন না অনেক আর্সেনাল সমর্থক।

হাভার্টজের অনাগত সন্তানকে হত্যার হুমকি দিয়ে পোস্টটিতে লেখা ছিল, ‘আমি তোমার ঘরে আসব এবং তোমার সন্তানকে জবাই করব। আমি কৌতুক করছি না, অপেক্ষা করো।’ এই পোস্টের জবাবে সোফিয়া লিখেছেন, ‘আমি আসলে বুঝতে পারছি না, কী বলব! তবে দয়া করে মানুষকে আরও সম্মান দিতে শিখুন। আমরা এর চেয়ে ভালো…।’

সর্বশেষ সংবাদ

ভাগ্যের ফেরে পেট্রল পাম্পে কাজ নেন ঐশ্বরিয়ার সহ-অভিনেতা!

বলিউডের ঐশ্বরিয়া, শাহরুখ খানের সহ-অভিনেতা ছিলেন। একের পর এক সুপারহিট সিনেমায় দাপুটে অভিনয়। রজনীকান্ত এবং কমল হাসানের মতো অভিনেতারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ