spot_img

শীতে সাহসী লুকে উত্তাপ ছড়ালেন জয়া আহসান!

অবশ্যই পরুন

জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। ঢালিউড, টালিউড পেরিয়ে বলিউডের নামকরা অভিনয়শিল্পীর মাঝে নিজের নামও লিখিয়েছেন নিয়েছেন জয়া। সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। প্রতিনিয়তই নতুন নতুন লুকে ধরা দেন এই অভিনেত্রী। কয়দিন আগে জামদানিতে ফটোশ্যুট করে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন জয়া। এবার নতুন লুকে ধরা দিলেন তিনি।

আজ মঙ্গলবার জয়া আহসান তাঁর ফেসবুকে পোস্ট করেছেন রেড হল্টার নেক ইভিনিং গাউনের সাতটি ছবি। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে জয়া লিখেছেন, ‘সন্দেহের ছায়ায়’।

জয়ার পোস্ট করা এসব ছবিতে এক ঘণ্টায় চার হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য পড়েছে পাঁচ শতাধিক। ভক্তদের অনেকে জয়ার পোস্ট করা এসব স্থিরচিত্র তাঁদের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন।

জানা গেছে, ফেসবুকে জয়ার পোস্ট করা এসব ছবি তোলা হয়েছে কলকাতায়। তবে এ মুহূর্তে জয়া আহসান আছেন পাবনায়। সেখানে তিনি ‘জিম্মি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। এতে তিনি একজন সরকারি চাকরিজীবী নারীর চরিত্রে অভিনয় করেছেন। কয়েক দিনের মধ্যে শুটিং শেষে ঢাকায় ফিরবেন।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে এখন চলছে জয়া আহসান অভিনীত ‘নকশী কাঁথা’র জমিন ছবিটি। আকরাম খান পরিচালিত ছবিটি মুক্তির পর হল ভিজিটে গিয়েছেন জয়া। ছবিটি দেখতে আসা দর্শকের কাছ থেকে নানান মন্তব্য শুনেছেন, যা তাঁকে উদ্দীপ্ত করেছে। বয়োজ্যেষ্ঠদের কেউ বলেছেন, তরুণ প্রজন্মের অবশ্যই এ ছবিটা দেখা উচিত। কারণ, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো। তাঁরা তো সে সময়ের মানুষ, কত কষ্টের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, এই ভূখণ্ড, এই পতাকা—এই প্রজন্মকে তা-ই দেখাতে ও বোঝাতে চান।

সর্বশেষ সংবাদ

ভাগ্যের ফেরে পেট্রল পাম্পে কাজ নেন ঐশ্বরিয়ার সহ-অভিনেতা!

বলিউডের ঐশ্বরিয়া, শাহরুখ খানের সহ-অভিনেতা ছিলেন। একের পর এক সুপারহিট সিনেমায় দাপুটে অভিনয়। রজনীকান্ত এবং কমল হাসানের মতো অভিনেতারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ