spot_img

তুরস্কে জমজম কূপের পানির নামে কলের পানি বিক্রি করে আয় ৩০ কোটি

অবশ্যই পরুন

জমজম কূপের পানির নামে কলের পানি বিক্রি করে ৯ কোটি লিরা বা ২৫ লাখ ডলার আয় করেছেন তুরস্কের এক নাগরিক। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকার সমান। রোববার (১২ জানুয়ারি) বেলাল নামের একজনকে আটক করেছে পুলিশ।

তুরস্কের স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে, দৈনিক ২০ টন পানি বিক্রি করতেন তিনি। জমজমের নকল পানির এই ব্যবসাতে তার দৈনিক আয়ই ছিল ২২ হাজার ডলার। ইস্তাম্বুলসহ তুরস্কজুড়ে পাওয়া যায় জমজম কূপের পানি। তার বেশিরভাগই তিনি সরবরাহ করতেন বলে জানিয়েছেন নিজেই। আটকের সময় বিলালের ওয়্যার হাউজে ১৫ টন কলের পানি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ধর্মীয় কারণে, তুরস্কে ব্যাপক চাহিদা জমজম কূপের পানি। রোজার সময় যা বেড়ে যায় আরও। তাই, সারাবছরই দেশটির বাজারে মেলে এটি।

সর্বশেষ সংবাদ

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার

গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ