spot_img

জাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

অবশ্যই পরুন

জাপানের মিয়াজাকি কেঁপে উঠলো শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্পে। সোমবার (১৩ জানুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানায়।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়াজাকিতে ৪৮.৯ কিলোমিটার (প্রায় ৩০ মাইল) গভীরে। এদিকে, জাপানিজ কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জ কিউশু এবং শিকোকুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এক মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে।

কিউশুর মিয়াজাকিতে এরইমধ্যে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ লক্ষ্য করা গিয়েছে। তবে ইউএসজিএস স্থানীয় জনগণকে উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

পেনাল্টি মিস করায় ফুটবলারের স্ত্রী ও অনাগত সন্তানকে হত্যার হুমকি

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে মিস করেছিলেন বেশ কয়েকটি সহজ গোল, মিস করেছেন মহামূল্যবান পেনাল্টিও। ফরোয়ার্ড কাই হ্যাভার্টজের...

এই বিভাগের অন্যান্য সংবাদ