spot_img

হঠাৎ আইপিএলের সূচিতে পরিবর্তন

অবশ্যই পরুন

হঠাৎ বদল এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচিতে। চ্যাম্পিয়নস ট্রফির পর ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিতে এই বদল এনেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। পরিবর্তিত সূচি অনুযায়ী, এবারের আইপিএল আসর শুরু হবে ২১ মার্চ।

১৪ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ১৮তম আসরের। তবে রোববার রাতে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় তা বদল আনা হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ।

পুরো এক সপ্তাহ পেছানো হয়েছে এবারের আইপিএল শুরুর দিনক্ষণ। সঙ্গত কারণে পিছিয়ে গেছে আসরের ফাইনালের দিনক্ষণও। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে।

মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে পর্যাপ্ত দূরত্ব রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারতের খেলা বা না খেলা সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই অথবা পাকিস্তানের লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে আইপিএল শুরু হলে কিছুটা তাড়াহুড়া হয়ে যেত বলে মনে হয়েছে টুর্নামেন্টের পরিচালনা পরিষদের। ফলে চ্যাম্পিয়নস ট্রফির শেষ ও আইপিএলের মাঝে দুরত্ব বাড়িয়েছে তারা।

আইপিএলে বর্তমান চ্যাম্পিয়নদের মাঠে পরবর্তী আসরের উদ্বোধনী ম্যাচ হওয়াকে রীতিই বলা যায়। এবারো সেটির ব্যতিক্রম হচ্ছে না। গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী ম্যাচ।

একইসাথে ম্যাচ সংখ্যা বাড়ানোর গুঞ্জন থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। গত তিন বছরের মতো এবারো ম্যাচ হবে ৭৪টি। আর মেয়েদের আইপিএল শুরুর দিনক্ষণও ঠিক করা হয়েছে। পাঁচ দলের এই আসর চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি, অ-১৯ নারী এশিয়া কাপের অভিজ্ঞতার পর এবার বাংলাদেশের প্রথম কোন নারী হিসেবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে...

এই বিভাগের অন্যান্য সংবাদ