spot_img

দেশের সম্পদ লুট করে নিজের আঁচলে রেখেছিলেন স্বৈরাচার হাসিনা: রিজভী

অবশ্যই পরুন

নিজের তৈরি আইনের দোহাই দিয়ে শেখ হাসিনা ও তার পরিবার দেশের যেখানে ইচ্ছা সেখানেই জমি দখল করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন- শুধু পূর্বাচলেই শেখ হাসিনা নিজের পরিবারের নামে ৬০ কাঠা জমি দখল করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে- রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী রিকশা-অটো-ভ্যান চালক শ্রমিক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

এ সময় রিজভী বলেন- দেশের সকল সম্পদ লুট করে নিজের আঁচলের নিচে রেখেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। বিভিন্ন প্রকল্পের নামে দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে তার পরিবার।

তিনি আরও জানান, ধীরে ধীরে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির কালো বিড়াল বের হচ্ছে। শেখ হাসিনার আমলে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়ার ঘটনার সমালোচনা করেন বিএনপির এই নেতা।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই আসরে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের।...

এই বিভাগের অন্যান্য সংবাদ