spot_img

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

অবশ্যই পরুন

অবৈধভাব সীমান্ত অতিক্রম করার চেষ্টা করায় দেশজুড়ে অভিযান শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ গত ২ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত যৌথভাবে মাঠ নিরাপত্তা অভিযানে রাজ্যজুড়ে ১৯ হাজার ৪১৮ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১১,৭৮৭ জন আইন লঙ্ঘনকারী। ৪ হাজার ৩৮০ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩,২৫১ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

আটককৃতদের মধ্যে ১,২২১ জন ব্যক্তি অবৈধভাবে সৌদি আরবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন, যার মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৬ শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার। অতিরিক্তভাবে, ১৩৬ জন ব্যক্তিকে অনুমতি ছাড়াই রাজ্য ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় ধরা পড়ে।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা, যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুঙ্কার

ইউক্রেনের একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত। মঙ্গলবার (২৯ জুলাই) এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ