spot_img

৪ ঘণ্টা পর রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

অবশ্যই পরুন

আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় চার ঘণ্টা পর সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নেয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে, রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন বলেন, ‘রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই বেলপুকুরে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সাথে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ বলেন, ‘তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে লাইন থেকে বগিটি সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ