spot_img

একসঙ্গে জাতীয়-স্থানীয় নির্বাচন সম্ভব নয়: ইসি সানাউল্লাহ

অবশ্যই পরুন

জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের একমাত্র মূল লক্ষ্যই জাতীয় নির্বাচন করা।

আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে ১৪তম কমিশনের ২য় সভা শেষে তিনি এসব জানান।

ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় নির্বাচনে ও জাতীয় নির্বাচন একসঙ্গে করা বাস্তবসম্মত নয়। কিন্তু সরকার যদি চায়, তবে জাতীয় নির্বাচন করা পর পর স্থানীয় নির্বাচন করা যেতে পারে।

এছাড়া এনআইডি (জাতীয় পরিচয়পত্র) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিতে ২০২৩ সালে করা সংশোধিত আইনটি বাতিল করতে সরকারকে চিঠি দেবে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন মো. সানাউল্লাহ।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫–এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। এশিয়া কাপে প্রথম ম্যাচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ