spot_img

‘সোল ম্যান’ গায়ক স্যাম মুর মারা গেছেন

অবশ্যই পরুন

জনপ্রিয় গায়ক স্যাম মুর মারা গেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলসে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

ষাটের দশকে আরেক গায়ক ডেভের সঙ্গে গাইতেন স্যাম। সংগীতাঙ্গনে তাঁরা ‘স্যাম অ্যান্ড ডেভ’ নামে পরিচিত ছিলেন। ‘সোল ম্যান’সহ বহু জনপ্রিয় গান সৃষ্টি করেছেন তাঁরা।

স্যামের প্রচার প্রতিনিধি জেরেমি ওয়েস্টবি সাংবাদিকদের জানান, একটি অস্ত্রোপচারের পর কিছু জটিলতায় ভুগছিলেন তিনি।

১৯৩৫ সালে মিয়ামিতে জন্ম স্যামের। চার্চে সংগীত চর্চা করতেন। পরে গানকে পেশা হিসেবে বেছে নেন। ষাটের দশকে স্যাম ও ডেভ তুমুল জনপ্রিয়তা পান। ৩৭ বছর আগে ডেভের মৃত্যুতে জুটি ভেঙে যায়, স্যামের মৃত্যুতে দুজনের আর কেউই রইলেন না।

সর্বশেষ সংবাদ

অনিশ্চয়তার মুখে রামগড় স্থল বন্দরের কার্যক্রম : নৌ-পরিবহন উপদেষ্টা

‘চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে রামগড় স্থলবন্দর হয়ে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যে পণ্য বহনের জন্য মূলত নির্মিত হয়েছে রামগড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ