spot_img

পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশি আইনজীবী নিয়োগ

অবশ্যই পরুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বিদেশি আইনজীবী নিয়োগ করবে অন্তর্বর্তী সরকার। বড় অঙ্কের তহবিল উদ্ধারের জন্য তাদের কমিশনও দেওয়া হবে।

গতকাল (১১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর নন-রেসিডেন্স বাংলাদেশ।

গভর্নর বলেন, পাচার করা অর্থ পুনরুদ্ধারে আমরা বিদেশি সংস্থাগুলোর সাথে কাজ করছি। এ জন্য আমাদের বৈশ্বিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় চট্টগ্রাম-ভিত্তিক একটি প্রতিষ্ঠান কর্তৃক ২০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থ পাচার দেশের ইতিহাসে একটি বড় ঘটনা উল্লেখ করে গভর্নর বলেন, আমরা এই তহবিল পুনরুদ্ধারের জন্য এফবিআইসহ আন্তর্জাতিক কর্তৃপক্ষের সাথে একসঙ্গে কাজ করছি। ইতিমধ্যে বিদেশি সংস্থাগুলো সহায়তা করার জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে।

আহসান এইচ মনসুর বলেন, টাকা পাচার বন্ধ হয়েছে। আগে টাকা দুবাই থেকেই পাচার হতো। রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, রেমিট্যান্স বাড়াতে আমলাতান্ত্রিক বেড়াজালে যেন আটকে না রাখি। সৌদি আরব থেকে দুবাই হয়ে টাকা বাংলাদেশে আসছে। সরাসরি বাংলাদেশে টাকা আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গভর্নর বলেন, মানুষকে ব্যাংকের ওপর আস্থা বাড়াতে হবে। তাহলেই ব্যাংক ঘুরে দাঁড়াবে। ব্যাংকের টাকা বিদেশে চলে গেছে। সেই টাকা উদ্ধারে বিদেশেরও সহায়তা পাচ্ছি। আমরা বিদেশের আইনজীবী নিয়োগ করতে যাচ্ছি। অবশ্য সেজন্য আমাদের বিদেশের আইনেও টিকতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

সর্বশেষ সংবাদ

সাকিব-লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

তামিম ইকবালের জন্য অপেক্ষা শেষ হয়েছে শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান, তিনি রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ