spot_img

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪০

অবশ্যই পরুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, মোহাম্মদপুর এলাকায় পেশাদার অপরাধী চক্রের দৌরাত্ম্য কমাতে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

অভিযানটি মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

অমিতাভ বচ্চনকে ৬ কোটি টাকার গাড়ি উপহার দিয়ে চড় খান পরিচালক

বলিউডে অনেক সময় দেখা যায়, পরিচালকরা অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দামী উপহার দেন। এরকমই এক ঘটনা ঘটেছিল ২০০৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ