spot_img

৩২ লাখ সুদানী শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন হবে ২০২৫ সালে : জাতিসঙ্ঘ

অবশ্যই পরুন

ইউনিসেফ শুক্রবার সঙ্ঘাত-বিধ্বস্ত সুদানে ছোট শিশুদের ’তীব্র অপুষ্টি’ সম্পর্কে এক সতর্কতা জারি করেছে। সতর্কতায় অনুমান প্রকাশ করা হয়েছে যে সুদানে ২০২৫ সালে পাঁচ বছরেরও কম বয়সী ৩২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে।

তুরস্কের সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে জানান, ইউনিসেফ অনুমান করেছে যে এ বছর পাঁচ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এই শিশুদের মধ্যে সাত লাখেরও বেশি সম্ভবত মারাত্মক অপুষ্টিতে ভুগবে।

সুদানের এ পরিস্থিতিকে ’বিশ্বের বৃহত্তম শিশু বাস্তুচ্যুতি সঙ্কট’ বলে অভিহিত করে ডুজারিক বলেন, ৫০ লাখ শিশু ’যুদ্ধ-বিগ্রহের কারণে বাস্তুচ্যুত’ এবং বেশিভাগই ’এক কাপড়ে তাদের পরিবারকে ফেলে চলে যায়।’

ডুজারিক আরো বলেন, সুদানের মায়েরা মাঝে মাঝে খাবার ও আশ্রয়ের খোঁজে সপ্তাহের পর সপ্তাহ হেঁটে বেড়ান। তিনি জোর দিয়ে বলেন যে পরিবার ও সম্প্রদায়গুলো সহিংসতার তীব্রতা বহন করে চলেছে।

তিনি সতর্ক করে বলেন, খাদ্য ও প্রয়োজনীয় পরিষেবাগুলোয় বাধা আরো মৃত্যুর দিকে নিয়ে যাবে।

সুদান ২০২৩ সালের এপ্রিল থেকে তাদের সেনাবাহিনী ও আধা-সামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াইয়ে বিধ্বস্ত।

জাতিসঙ্ঘ ও স্থানীয় কর্তৃপক্ষের অনুমান অনুসারে, এই লড়াইয়ে ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন এক কোটি ৪০ লাখেরও বেশি মানুষ।

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

যুদ্ধ শেষ করতে রাজি হলেন নেতানিয়াহু

যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন হয়ে গেলে চলমান সহিংসতা বন্ধ করতে রাজি হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।...

এই বিভাগের অন্যান্য সংবাদ