spot_img

হেলসের সাথে বাক-বিতণ্ডা : শাস্তি পেলেন তামিম

অবশ্যই পরুন

শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। আচরণবিধি লঙ্ঘন করায় তামিমকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। সেই সাথে একটি ডিমেরিট পয়েন্টও তার নামের পাশে যোগ হয়েছে।

মূলত রংপুর রাইডার্সের বিপক্ষে নাটকীয় ম্যাচে হারের পর রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলসের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন তামিম ইকবাল। তার জেরেই শাস্তি পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক।

ওই ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

তবে শাস্তির ব্যাপারে বিসিবি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

জানা গেছে, ওই দিন ম্যাচ শেষে হাত মেলানোর সময় তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন হেলস। আর সেটা দেখেই চটেন তামিম। হেলসকে তামিম বলে, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ তামিমের এমন কড়া কথা শুনে চুপ থাকেননি হেলসও। এ সময় তিনি পেছন থেকে কিছু একটা বললে মেজাজ ধরে রাখতে পারেননি তামিম।

তবে দুজনই তর্কে জড়ালেও শাস্তি পেয়েছেন কেবল তামিম। আচরণবিধির লঙ্ঘন করায় তারকা এই ক্রিকেটারকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। এছাড়া তাকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ