spot_img

পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড এলার্ট জারি

অবশ্যই পরুন

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম। এ ঘটনায় কর্তব্যরত উত্তরা পূর্ব থানার এএসআইকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।

এদিকে, তাকে সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড এলার্ট জারি করেছে পুলিশ। এছাড়া পালিয়ে যাওয়ার ঘটনায় মামলাও হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালান শাহ আলম। অবহেলার কারণে তিনি পালাতে সক্ষম হন।

শুক্রবার পালানো ওসি শাহ আলমের আপডেট জানতে যোগাযোগ করা হলে উত্তরা পূর্ব থানার বর্তমান ওসি মো. মহিবুল্লাহ বলেন, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সবগুলো ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। আশা করি আমরা খুব দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ ওসি শাহ আলমকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তি এড়িয়ে চলার জন্য সতর্কতা চীনের

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থের বিপরীতে কোনো ধরনের বাণিজ্য চুক্তি এড়িয়ে চলার জন্য সতর্কবার্তা দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ