spot_img

পুড়ছে ক্যালিফোর্নিয়া, প্রেসিডেন্ট হিসেবে সবশেষ সফর বাতিল করলেন বাইডেন

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে দাবানল। দেশটির প্রশান্ত মহাসাগরীয় রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানল প্রভাব ফেলছে দেশটির অর্থনীতি ও কূটনীতিতেও। এর জেরে ইতালি সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট হিসেবে সবশেষ বিদেশ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তিনদিনের ইতালি সফরে যাওয়ার কথা ছিল বাইডেনের।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে জানিয়েছেন এমন তথ্য। সফরে পোপ ফ্রান্সিসের সাথেও সাক্ষাৎ করার কথা ছিল বাইডেনের।

তিনি আরও জানান, লস অ্যাঞ্জেলসে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, দমকল এবং জরুরি বিভাগের কর্মীদের সাথে বৈঠক করার পর ওয়াশিংটনে ফিরে এসে এই সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পুড়ে গেছে পাঁচ হাজারের বেশি বাড়ি ও স্থাপনা।

উল্লেখ্য, সবশেষ পাওয়া তথ্য অনু্যায়ী ছয়টি দাবানলের চারটি নিয়ন্ত্রণে এসেছে। তবে শহরের পূর্ব ও পশ্চিমাংশে এখনও অনিয়ন্ত্রিত রয়েছে বিশালাকার দুটি দাবানল।

সর্বশেষ সংবাদ

অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন চরম সংকটে

৬ ডিসেম্বরকে “অবিস্মরণীয় একটি দিন” হিসেবে আখ্যায়িত করে স্বৈরশাসন-বিরোধী আন্দোলনের ইতিহাস স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ