spot_img

দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার

অবশ্যই পরুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়ের ধারা ধরে রাখল চট্টগ্রাম। টানা দ্বিতীয় জয় তুলে নিল বন্দরনগরীর দলটা। ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে তারা। বিপরীতে হারের বৃত্ত ভেঙে বের হতেই পারছে না রাজধানীর দলটা। আসরে ছয় ম্যাচ খেলেও এখনো পায়নি জয়ের দেখা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম কিংস। যেখানে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৭ রানের পুঁজি পায় ঢাকা। যা তাদের প্রথম জয়ের জন্য যথেষ্ট হয়নি, ১৯.৩ ওভারে ৭ উইকেটের জয় তুলে নেয় চট্টগ্রাম।

ঢাকার দেয়া ১৭৮ রানের তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৫৫ রান তুলে চট্টগ্রাম। ১৭ রান করে বিদায় নেন পারভেজ হোসেন ইমন। তবে আরেক ওপেনার উসমান খান তুলে নেন অর্ধশতক। আগের ম্যাচের এই সেঞ্চুরিয়ান এইদিন অবশ্য আর তিন অংকের যেতে পারেননি।

৩৩ বলে ৫৫ করে আউট হোন তিনি। ওয়ানডাউনে নামা গ্রাহাম ক্লার্কও রানের দেখা পান, করেন ৩৯ রান। ১৬.৪ ওভারে ১৪৪ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। সেখান থেকে মোহাম্মদ মিঠুন ও শামিম হোসেনের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছায় চট্টগ্রাম।

শেষ দু’ ওভারে তাদের দরকার ছিল ২৩ রান। মিঠুন ১৯তম ওভারে শামিম এক ছক্কা ও ২ চারে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন। শেষ ওভারে ৫ রানের সমীকরণ ৩ বল হাতে রেখেই পৌঁছায় চট্টগ্রাম। মোস্তাফিজ, মোসাদ্দেক নেন ১ উইকেট।

এর আগে, সাব্বির রহমান আর তানজিদ তামিমের ফিফটিতে ভর করে ১৭৭ রানের পুঁজি পায় ঢাকা। জ্বলে উঠেন সাব্বির রহমান। দেখা দেন স্বরূপে। হাঁকান বিশাল ৯টি ছক্কা। অপরাজিত থেকে ইনিংস শেষ করেন ৩৩ বলে ৮২ করে।

ঢাকার হয়ে আসরের প্রথম তিনটি ম্যাচে সাব্বির খেলেননি। চতুর্থ ম্যাচে প্রথমবার খেলতে নেমে করেন মাত্র ২ রান। তবে এবার আর ভুল করেননি। শুরুতে কয়েকটা বল দেখেশুনে খেললেও এরপর ঝড় তুলেন তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সাব্বির সর্বশেষ ফিফটি পেয়েছিলেন ২০২০ সালে বঙ্গবন্ধু টি-২০ কাপে, খুলনার বিপক্ষে। মাঝে ৩১ ম্যাচে কোনো ফিফটির দেখা পাননি তিনি। আজ সাব্বির ফিফটি তুলে নেন সাবলীলভাবে, মাত্র ২২ বলে।

এদিন দ্রুত বেশ কয়েকটি উইকেট হারায় ঢাকা। জেসন রয় ১ ও এসকেনাজি ৫ রান করেন। শাহাদাত হোসেন দিপুও (৯) দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। তবে ইনিংস ধরে রেখেছিলেন তানজিদ হাসান। ফিফটি তুলে আউট হবার আগে করেন ৪৮ বলে ৫৪ রান।

থিসারা পেরেরা বিদায় নেন ১ রান করে। এরপর সাব্বিরকে সঙ্গ দেন ফরমানুল্লাহ সাফি (১০)। মাত্র ২১ রানে ৩ উইকেট নেন খালেদ আহমেদ।

 

সর্বশেষ সংবাদ

পুতিনের সঙ্গে বৈঠক, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ