পাকিস্তান সরকারের সঙ্গে পিটিআই দ্রুত আলোচনায় বসতে পারবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খান সরকারকে লিখিত দাবি জমা দেওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছেন।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার আদিয়ালা কারাগারে ইমরান খান ও পিটিআই নেতাকর্মীর আলোচনার পর তারা তাদের দাবিগুলো লিখিতভাবে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন অপেক্ষার পর পিটিআই নেতাকর্মীরা ইমরানের সঙ্গে বৈঠক করতে সক্ষম হন।
সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসার আগে ইমরানের সঙ্গে বৈঠকের জন্য সরকারকে চাপ দিয়ে আসছিল পিটিআই। ইমরানের সঙ্গে ব্যারিস্টার গহর আলি খান, আলি জাফর, শের আফজাল মারওয়াতসহ বেশ কয়েকজন নেতাকর্মী আদিয়ালা জেলের একটি আদালত কক্ষে সাক্ষাৎ করেন।
সূত্র- দ্য এক্সপ্রেস ট্রিবিউন