spot_img

ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে মন্তব্য করবে না ঢাকা

অবশ্যই পরুন

ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে দেশটির গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা নিয়ে মন্তব্যের কোনো প্রয়োজন দেখছে না পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে, সেক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে মন্তব্যের কোন প্রয়োজন দেখে না ঢাকা।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মোজাম্বিকের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি সমস্যায় পড়েছেন।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশিদের ৩শ থেকে ৫শ দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে বাংলাদেশিরা ব্যবসা এবং কৃষি কাজে জড়িত। লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু বাংলাদেশি পরিবারসহ দেশে ফিরতে চাচ্ছে। দূতাবাস উদ্যোগ নিয়েছে তাদের ফেরত আনার বিষয়ে।

সর্বশেষ সংবাদ

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলকাতাও

ঢাকায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হওয়ার সময় কলকাতা ও পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভারতের স্থানীয় সময় শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ