spot_img

সরকারের সাথে আলোচনার নির্দেশনা ইমরান খানের

অবশ্যই পরুন

দেশের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার (৮ জানুয়ারি) আদিয়ালা কারাগারে দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাতে এ নির্দেশ দেন তিনি। কারাগারে এদিন পিটিআই নেতা ব্যারিস্টার গোহর, আলী জাফর ও শের আফজাল ইমরান খানের সঙ্গে দেখা করেন।

সাক্ষাতের পর কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার গোহর বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি দুটি দাবি লিখিতভাবে সরকারি কমিটির কাছে দেয়ার অনুমতি দিয়েছেন।

তিনি আরও বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বলেছেন আলোচনার জন্য অবশ্যই তৃতীয় বৈঠক হতে হবে। তার পরে যদি আলোচনাকারী দল বৈঠক না করে তবে আলোচনা এগিয়ে যেতে পারে না।

এর আগে মঙ্গলবার সরকারের সঙ্গে আলোচনায় পিটিআইয়ের দাবির বিষয়টি পরিষ্কার করে গোহর বলেন, আমাদের একমাত্র দাবি বন্দিদের মুক্তি এবং বিচার বিভাগীয় কমিশন গঠন। এই দুটি দাবির জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা।

ইমরানের দলের দাবি, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য দলের আলোচনা কমিটিকে সুবিধা দেয়া হচ্ছে না। কর্তৃপক্ষ চায় না যে প্রক্রিয়া চলাকালীন ইমরান খান কোনও বিবৃতি দেন— এমন অভিযোগও রয়েছে তাদের।

সর্বশেষ সংবাদ

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ