spot_img

সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে দুই বাসের সংঘর্ষের পর আগুন, নিহত ৪

অবশ্যই পরুন

সাভারে দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও দুইটি বাসে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন চারজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে করে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে সেই আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় যানবাহন তিনটি।

এ সময় অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্র।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান, আপাতত ৪ জনের মরদেহ পাওয়া গিয়েছে। এ বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব না।

সর্বশেষ সংবাদ

ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ