সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও কামাল আহমেদ মজুমদারসহ ৭ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিভিন্ন থানার হত্যা মামলায় আজ বুধবার (৮ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, সকালে তাদের হাজির করে নতুন মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। পরে উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত গ্রেপ্তারের আদেশ দেন।
তিনি বলেন, জুলাই আন্দোলন প্রতিহত করতে অভিযুক্তরা প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকায় ছিলেন। পাশাপাশি ক্ষমতায় থাকার সময়ে নানা দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলেন তারা।
এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী তার জামিন চেয়ে আবেদন করেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপি এবং নেতাকর্মীদের নামে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হচ্ছে তাদের।