spot_img

নতুন বছরের শুরুতেই কাছাকাছি ইয়াশ-তটিনী!

অবশ্যই পরুন

হালের জনপ্রিয় জুটি হিসেবে নজর কেড়েছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। এ জুটিকে আরও বেশি দেখার আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে। বিষয়টি বুঝতেও পেরেছেন ইয়াশ-তটিনী ও নির্মাতারা। ফলে আবারও জুটি বেঁধেছেন দুজন। নতুন বছরের শুরুতেই আসছে তাদের নতুন নাটক।

জানা গেছে, কথা সাহিত্যিক ও নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীবের নির্মাণে ‘কাছাকাছি দুইজন’ নাটকে ইয়াশ-তটিনীকে দেখা যাবে। মারুফ-ইয়াশের এটিই প্রথম কাজ নয়। এর আগে ‘কথা বন্ধু’ ও ‘খুশী’ নাটকে কাজ করেছেন তার।

এ বিষয়ে ইয়াশ বলেছেন, ‘সজীব ভাইয়ের কাজ আমার সব সময় ভালো লাগে। কাছাকাছি দুইজন নাটকের গল্পটিও খুব সুন্দর। আশা করি সবার পছন্দ হবে।’

তটিনী বলেন, ‘প্রথমবার সজীব ভাইয়ের নির্দেশনায় তার টিমের সঙ্গে কাজ করা। ভালোলেগেছে কাজ করতে। ইয়াশ ভাইয়ার সঙ্গে একসঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। একসঙ্গে কাজ করতে করতে এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি তার সঙ্গে অভিনয় করতে। কাছাকাছি দুইজন নাটকটির গল্পটা সুন্দর, আমরা দুজনই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে, আশা করছি দর্শকের ভালোলাগবে।’

এদিকে নির্মাতা জানান, শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

সর্বশেষ সংবাদ

বিলবাওকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় বুধবার (৮ জানুয়ারি) রাতে প্রথম সেমি-ফাইনালে অ্যাথলেটিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ