উস্কানিতে পা দিয়ে শুক্রবার (৩ জানুয়ারি) ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় ইচ্ছাকৃতভাবে আঘাত করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। তখন লাল কার্ড দেখে তাকে মাঠে ছাড়তে হয়। এবার তাকে লা লিগায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
এ শাস্তি দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অপরাধ বড় হলেও ছোট শাস্তি পেলেন ব্রাজিয়াল এ ফরোয়ার্ড।
লা লিগায় নিষিদ্ধ হলেও বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মায়োর্কার বিপক্ষে সুপার কাপের সেমিফাইনাল খেলতে পারবেন ভিনি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এমনটাই জানিয়েছে।
ম্যাচের ৭৬ মিনিটে সেই আঘাতের আগে অবশ্য পেছন থেকে ভিনির চুল ধরে টানেন দিমিত্রিয়েভস্কি। সেই উস্কানির পর আর মেজাজ ধরে রাখতে পারেননি ভিনি। লাল কার্ড দেখায় রেফারির কাছেও তেড়ে যান তিনি।
লা লিগার ওই ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারায় কার্লোস আনচেলত্তির শিষ্যরা। পুরো ম্যাচে ছিল বিতর্কের নানা অনুষঙ্গ।
ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন জুড বেলিংহ্যাম। ভালেন্সিয়ার বিপক্ষে দিক হারানো দলের উদ্ধারকর্তা হিসেবে হাজির হন অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। বদলি হিসেবে নেমে দলকে সমতায় ফেরান তিনি। যোগ করা সময়ে স্বাগতিকদের উপহার কাজে লাগিয়ে দলকে তিন পয়েন্ট এনে দিলেন বেলিংহ্যাম।