spot_img

এমএসএন ত্রয়ীর পুনর্মিলনের ইঙ্গিত দিলেন নেইমার নিজেই

অবশ্যই পরুন

চোটের জন্য ম্যাচের পর ম্যাচ নেইমারকে মাঠে দেখা যাবে না এটা নতুন কিছু নয়। এ চোটই ব্রাজিলিয়ান তারকার ক্যারিয়ারকে টেনে ধরে আছে। ইউরোপের ফুটবল ছেড়ে সৌদি আরবের আল-হিলালে এসেও একই অবস্থা। ক্লাবটির হয়ে তেমন একটা মাঠে নামার সুযোগ মিলছে না তার।

নেইমারের এমন দুঃসময়ে অবশ্য খুশির খবর এসেছে ভক্তদের জন্য। পরীক্ষিত তিন বন্ধু লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমার জুনিয়র এক হওয়ার আভাস মিলেছে। আর তা সত্যি হলে এমএসএন ত্রয়ীকে দেখা যাবে ইন্টার মায়ামিতে।

ফুটবলের সবচেয়ে সৃষ্টিশীল ও ভয় জাগানিয়া ফরোয়ার্ডদের একজন নেইমার। তিনি স্প‍্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসি ও সুয়ারেসের সঙ্গে গড়েছিলেন ভয়ঙ্কর এক ত্রিফলা আক্রমণভাগ। তাদের আদ‍্যক্ষর দিয়ে পরিচিতি পাওয়া ‘এমএসএন’ ভাঙে রেকর্ড ভাঙা ২২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমার ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমালে।

সম্প্রতি সিএনএনের সঙ্গে এক আলাপচারিতায় নেইমার বলেন, অবশ‍্যই মেসি ও সুয়ারেসের সঙ্গে আবার খেলা হবে অবিশ্বাস‍্য। তারা আমার বন্ধু এবং এখনও আমরা কথা বলি। সেই ত্রয়ীকে পুনরুজ্জীবিত করা আকর্ষণীয় হবে। আমি আল-হিলালে সুখী, আমি সৌদি আরবে সুখী। তবে কে জানে, ফুটবল তো চমকে পরিপূর্ণ।’

২০২৩ সালে ৯ কোটি ইউরোয় পিএসজি ছাড়ার পর আল-হিলালের হয়ে কেবল সাতটি ম‍্যাচ খেলতে পেরেছেন নেইমার। একের পর এক চোটে লম্বা সময় মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে। সৌদি আরবের ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা জানাল বিসিবি

সাকিব আল হাসানকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ