spot_img

নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরছে অর্থনীতি

অবশ্যই পরুন

উৎপাদন, নির্মাণ ও সেবাখাত দ্রুততর সম্প্রসারণ হওয়ায় নতুন বছরে বাংলাদেশের অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরছে।

কৃষি খাতে ধীরগতিতে সম্প্রসারণ ঘটলেও নতুন করে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রসর হতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে বাংলাদেশ পারচেজিং ম্যানেজারস’ ইনডেক্সের (পিএমআই), ডিসেম্বর রিপোর্ট প্রকাশ করে। এ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে একথা জানানো হয়।

এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জের উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সহায়তা ও সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টের (এসআইপিএমএম) কারিগরি সহায়তায় এ রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্ট বলা হয়, কৃষিখাতে ধীরগতির সম্প্রসারণ হওয়ায় ডিসেম্বর মাসে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর নভেম্বর মাসের তুলনায় ০.৫ পয়েন্ট কমে ৬১.৭-এ পৌঁছেছে। সর্বশেষ পিএমআই তথ্য অনুযায়ি কৃষি ও সেবাখাতের ধীরগতিতে সম্প্রসারণ হয়েছে। তবে উৎপাদন ও নির্মাণ খাত পুনরায় দ্রুতগতিতে সম্প্রসারিত হয়েছে।

রিপোর্টে বলা হয়, কৃষি খাত টানা তৃতীয় মাসের জন্য প্রসারণ প্রদর্শন করেছে, তবে ধীর গতীতে।

উৎপাদন খাত টানা চতুর্থ মাস দ্রুততার সাথে প্রসারণ করেছে ও দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে। নতুন অর্ডার, নতুন রফতানি, কারখানার আউটপুট, ইনপুট ক্রয়, আমদানি, ইনপুট মূল্য ও সরবরাহকারীর ডেলিভারির সূচকগুলোর জন্য দ্রুততর প্রসারণ রেকর্ড করা হয়েছে।

নির্মাণ খাত ও সেবা খাতেও সম্প্রসারণের ধারায় ফিরে এসেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠেছে কোনো আইসিসি ইভেন্টের। তবে ভারতের কারণে আসরের সবগুলো ম্যাচ আয়োজন করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ