spot_img

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

অবশ্যই পরুন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তুতি চলছে। পরীক্ষার রুটিন তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক গণমাধ্যমকে তিনি জানান, “জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরুর লক্ষ্যে রুটিনের খসড়া প্রস্তুত করা হচ্ছে। আশা করা যায়, এই মাসের তৃতীয় সপ্তাহে এটি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।”

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২ মার্চ। এর আগে ২৭ ফেব্রুয়ারির মধ্যে কলেজগুলোকে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

২০২৪ সালে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। তবে রাজনৈতিক আন্দোলনের কারণে তা মাঝপথে স্থগিত হয়। সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও, শিক্ষার্থীরা পরীক্ষার বিরোধিতা করে আন্দোলনে নামেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে, সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি অনুসরণ করে এসএসসি পরীক্ষার নম্বর বিবেচনায় ১৫ অক্টোবর ফল প্রকাশ করা হয়। তাতে পাসের হার ছিল ৭৭.৭৮%।

করোনাভাইরাসের ধাক্কায় দেশের শিক্ষা কার্যক্রমে যে বিশৃঙ্খলা দেখা দেয়, তা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আগে যেখানে ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হতো, সেখানে এখনো শিক্ষাপঞ্জি পুনরায় ঠিক করার চেষ্টায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার সাফল্য ও স্থগিত হওয়ার প্রেক্ষাপট এবার পরীক্ষার্থীদের মানসিক চাপ আরও বাড়িয়েছে। তবে পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ ও রুটিন তৈরির খবরে প্রস্তুতির নতুন গতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না : ট্রুডো

কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ