spot_img

কক্সবাজারে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, জড়িত সন্দেহে গ্রেপ্তার ৩

অবশ্যই পরুন

কক্সবাজারের চকরিয়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে পৃথক সময়ে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কলেজ পাড়ার মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ কাজল (২৩) এবং একই ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে মো. বশির (৩৮) ও ঢেমুশিয়াপাড়ার আব্দুস সোবহানের ছেলে মো. শাহজাহান (২৭)।

ওসি মনজুর কাদের বলেন, ঘটনার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। সোমবার মধ্যরাতে ঘটনায় জড়িত অভিযোগে কয়েকজন আসামি বদরখালীর বিভিন্ন এলাকায় অবস্থান করার খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, ঘটনায় ভুক্তভোগী কিশোরী ও পরিবারের কেউ এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি। গ্রেপ্তারদের সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর শনাক্তের ভিত্তিতে তাদের আসামি করা হবে।

ওসি জানান, ভুক্তভোগী কিশোরী এখন কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তিনি এখনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ নন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রোববার (৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম থেকে বাসযোগে চকরিয়া উপজেলার বদরখালী স্টেশনে পৌঁছান। পরে সেখান থেকে মহেশখালীর গ্রামের বাড়ি ফিরতে বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর পূর্বাংশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে তুলে পার্শ্ববর্তী প্যারাবনে নিয়ে যায়। পরে সেখানে ৮ জন যুবক মিলে তার উপর পাশবিক নির্যাতন চালায়।

এ দিকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (৬ জানুয়ারি) বদরখালী স্টেশন, চকরিয়া উপজেলা সদর এবং কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ সংবাদ

কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না : ট্রুডো

কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ