spot_img

ঢাকাকে উড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় রংপুরের

অবশ্যই পরুন

জয় দিয়ে মিশন শুরু, এরপর জয়ের মালা বড়ই করে চলেছে রংপুর রাইডার্স। নিজেরা দুর্বার ছন্দে, তার ওপর আবার প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস আজ গড়ে ছোট সংগ্রহ। প্রতিপক্ষের ইনিংসের পরই জয় দেখছিল রংপুর। নিজেদের দেখা ভবিষ্যত বাস্তবে রূপ দিতে কোনো বেগই পেতে হয়নি রংপুরকে। ঢাকাকে উড়িয়ে আরও একটি জয় তুলে নিলো শিরোপা প্রত্যাশী দলটি।

মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। দুর্বার গতিতে এগিয়ে চলা রংপুরের এটা টানা পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে যথারীতি তালিকার শীর্ষে তারা। অন্যদিকে টানা চার হারে নক আউট পর্বের স্বপ্ন এখনই ফিঁকে তালিকার সর্বশেষ দল ঢাকার।

টস হেরে আগে ব্যাটিং করতে নামে ঢাকা ক্যাপিটালস। নাহিদ রানা, আকিফ জাভেদ, খুশদিল শাহদের দারুণ বোলিংয়ের সামনে দলটির কেউ-ই সুবিধা করতে পারেননি, চলে আসা-যাওয়ার মিছিল। ১৬.৩ ওভারে ১১ রানে গুটিয়ে যায় ঢাকার ইনিংস। চলতি বিপিএলে এখন পর্যন্ত এটা সর্বনিম্ন দলীয় সংগ্রহ। জবাবে হেলসের চল্লিশ ছাড়ানো ইনিংসের পর খুশদিল শাহ ও ইফতিখার আহমেদের ব্যাটে ১৩.২ ওভারে (৪০ বল হাতে রেখে) জয় নিশ্চিত হয় রংপুরের।

ছোট লক্ষ্য তাড়ায়ও শুরুটা ভালো করতে পারেনি রংপুর রাইডার্স। আগের দুই ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ হওয়া আজিজুল হাকিম তামিম আজও নিজেকে মেলে ধরতে পারেননি। রান তুলতে সংগ্রাগ করতে থাকা তরুণ বাঁহাতি এই ওপেনার ১৪ বলে ৫ রান করে আউট হন। উইকেট হারালেও রংপুরকে চাপ বুঝতে হয়নি হেলসের ব্যাটিংয়ের কারণে।

অন্য প্রান্তে নজর না দিয়ে চেনা ছন্দে ব্যাট চালিয়ে যান দলের মতো দারুণ ছন্দে থাকা হেলস। আগের ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করা ইংলিশ এই ব্যাটসম্যান ২৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৪ রান করে থামেন। আগের দুই ম্যাচে রান পাওয়া সাইফ হাসান আজ ধুঁকেছেন। ১৫ বলে ১৩ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান।

দুই পাকিস্তানি ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ ব্যাটে বাকি পথ পাড়ি দেয় রংপুর। দাপুটে ব্যাটিং করা খুশদিল ১৩ বলে ৪টি চার ও একটি ছক্কায় ঝড়ো ২৭ রান করেন। ১২ বলে ৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার। ঢাকার মুস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন সৈকত একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিং করা ঢাকা ক্যাপিটালস পুরো ইনিংস ধরে ধুঁকেছে। নাহিদ, আকিফ, খুশদিলদের বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। তবে উল্লেখ করার মতো রান কেউ-ই করতে পারেননি, ২০ রানের গণ্ডিও পেরোতে পারেননি দলটির কোনো ব্যাটসম্যান।

হারের বৃত্তে বন্দী হয়ে যায় ঢাকা আজ একাদশে ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে। আগেরদিন বাংলাদেশে এসেই আজ ম্যাচ খেলতে নামেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয়। তানজিদ হাসান তামিমের বদলে তার সঙ্গে আজ ইনিংস উদ্বোধন করেন হাবিবুর রহমান সোহান। দাপুটে শুরু করলেও তাদের জুটি দীর্ঘ হয়নি।

দলীয় ২৮ রানে আউট হন ১২ বলে ২টি চারে ১৪ রান করা হাবিবুর। সাবলীল শুরুর পর ইনিংস বড় করতে পারেননি জেসন রয়ও। রংপুরের স্পিনার শেখ মেহেদি হাসানের শিকারে পরিণত হওয়ার আগে ১২ বলে ২টি চার ও একটি ছক্কায় ১৮ রান করেন ইংলিশ এই ব্যাটসম্যান।

এরপর তানজিদের ব্যাট কিছু সময় লড়ে ঢাকা। তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যান ১৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২০ রান করেন, যা ঢাকার ইনিংসের সর্বোচ্চ। এরপর অল্প সময়ের ব্যবধানেই ফিরে যান সাব্বির রহমান, অধিনায়ক থিসারা পেরেরা ও লিটন কুমার দাস। প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া সাব্বির ৭ বলে ২ রান করে আউট হন।

আগের ম্যাচে সেঞ্চুরি করা পেরেরা আজ রানের খাতা খুলতে পারেননি, প্রথম বলেই ক্যাচ তুলে সাজঘরে ফেরেন লঙ্কান এই অলরাউন্ডার। রানখরায় থাকা লিটনও আজও ব্যাটকে কথা বলাতে পারেননি, উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ১৩ বলে একটি চারে ৯ রান করেন আউট হন। এরপর চেষ্টা করলেও বিপাকে পড়া দলকে উদ্ধার করতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবু।

দুদিন আগে ঢাকা ক্যাপিটালসে যেগি দেওয়া মোসাদ্দেক ৯ বলে একটি ছক্কায় ১২ রান করেন। ১৬ বলে ২টি চারে ১৬ রান করেন আলাউদ্দিন বাবু। বল হাতে দারুণ ছন্দে থাকা রংপুরের তরুণ পেসার নাহিদ রানা ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট নেন। ৩.৩ ওভারে ১৩ রানে ২ উইকেট নেন আকিফ। খুশদিলের শিকারও ২ উইকেট, ২ ওভারে তার খরচা ১৪ রান। একটি করে উইকেট নেন শেখ মেহেদি, ইফতিখার ও কামরুল ইসলাম রাব্বি।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি বন্দীদের পরিবারগুলোর মামলা

ফিলিস্তিনি সংগ্রামী দলগুলোর হাতে বন্দীদের পরিবারের ১১২ জন সদস্য হামাসের সাথে বন্দি বিনিময়ের বিষয়ে চুক্তি করার ক্ষেত্রে নেতানিয়াহুকে নানা...

এই বিভাগের অন্যান্য সংবাদ