spot_img

সংস্কারের কিছু যন্ত্রণা থাকে, পূঁজিবাজারেও সংস্কারের যন্ত্রণা সাময়িক সইতে হবে: অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

৫ আগস্টের পর দেশের অর্থনীতির অন্যান্য খাতে ইতিবাচক পরিবর্তন এলেও এখনও ব্যতিক্রম শেয়ারবাজার। বৃদ্ধি তো দূরের কথা, উলটো কমছে মূল্যসূচক ও বাজারমূলধন। কমছে তারল্যপ্রবাহও। গত ৫ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক ৮১৮ পয়েন্ট কমেছে। ডিএসইর বাজারমূলধন কমেছে প্রায় ৫৪ হাজার কোটি টাকা।

এই পরিস্থিতিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) আয়োজিত অংশীজনদের সঙ্গে বৈঠকে করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেছেন, শেয়ারবাজারে সংস্কার চলছে। সব সংস্কারেরই কিছু যন্ত্রণা থাকে। তাই শেয়ারবাজারের সংস্কার কার্যক্রমেরও কিছু যন্ত্রণা সাময়িকভাবে সইতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থান হচ্ছে শেয়ারবাজারকে শক্তিশালী করা।

অতীতের মতো কোনও পক্ষপাতমূলক অবস্থান নেই জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকের ঋণনির্ভর অর্থনীতি টেকসই কোনো অর্থনীতি নয়। ব্যাংক থেকে টাকা নিয়ে শিল্প গড়লে অনেক সময় টাকা ফেরত না দিলেও চলে। এ কারণে আমাদের দেশে শিল্পপ্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে ব্যাংক ঋণনির্ভরতা বেশি।

তিনি আরও বলেন, আমাদের শেয়ারবাজারের গভীরতা অনেক কম। ভালো ভালো কোম্পানিগুলো এই বাজারে আসতে খুব বেশি আগ্রহী নয়। এসব কোম্পানির মালিকেরা ভাবেন, ছেলে হবে পরিচালক, বউ চেয়ারম্যান। ব্যবসায় যা মুনাফা হবে, তা নিজেরা ভোগ করবেন। শেয়ারবাজারে আসা মানেই ভালো ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন ইত্যাদি উন্নত হওয়া। কিন্তু অনেকে এসব বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে চান না। তাই তাঁরা বাজারে আসতে আগ্রহী নন। তবে সময় এসেছে বাজারের গভীরতা বাড়ানোর।

এ সভায় বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সিডিবিএল, আইসিবি ও ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেয়।

সর্বশেষ সংবাদ

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

চিকিৎসা নিতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ