spot_img

বাগদান করলেন জেনডায়া ও টম হল্যান্ড

অবশ্যই পরুন

জেনডায়া এবং টম হল্যান্ড বাগদান কাজ সম্পন্ন করেছেন বলে জানায় হলিউডের স্টুডিও জোন,তিরিশ মাইল জোন (টিএমজেড)। টম পারিবারিক ছুটিতে এসে জেনডায়ার বাসায় বাগদানের প্রস্তাব দেন।সূত্রটি বলেছে, টম খুবই রোমান্টিক এবং ঘরোয়া পরিবেশে জেনডায়ার বাড়িতে এসে তাকে হাঁটু গেড়ে প্রস্তাব করে। ২০২১ থেকে সম্পর্কের সূচনা হয় জেনডায়া ও টম হল্যান্ডের।

অন্য একটি সূত্র দর্শকদের জানায়,সবাই জানতেন তাদের বাগদান খুবই কাছাকাছি,তবে কেউই সঠিক জানতো না ঠিক কবে তাদের বাগদান কাজ সম্পন্ন হবে।

সূত্রটি আরোও জানায়,টম দীর্ঘ সময় ধরে জেনডায়াকে বাগদানের প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সে সবসময়ই জেনডায়াকে খুব ভালোবাসতো। টম জানতো সে একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছে।

সূত্রটি আরও জানায়,টম নতুন বছরের শুরুতেই সুসংবাদটি তার বন্ধুদেরকে জানান এবং বিয়ে ব্যাপারে প্রশ্ন করলে টম তাদেরকে বলেন,এখন তাঁদের বিয়ের কোনো পরিকল্পনা নেই, বিয়ের জন্য সময় নেবে তারা। একে অপরকে সময় দিবে এবং বিয়ের তাড়াহুড়া করবে না। তারা উভয়ই কাজের প্রকল্প নিয়ে ব্যস্ত। টম সবসময়ই খুব মিষ্টি ভাবে সারা পৃথিবীকে জানিয়েছে,জেনডায়া তার। এখন আনুষ্ঠানিকভাবে প্রমাণিত-সত্যিই,সে তার।

সর্বশেষ সংবাদ

বিলবাওকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় বুধবার (৮ জানুয়ারি) রাতে প্রথম সেমি-ফাইনালে অ্যাথলেটিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ