spot_img

এবার সুখবর দিলেন আঁখি আলমগীর

অবশ্যই পরুন

বয়সে ৫০ পার করেছেন আঁখি আলমগীর। কিন্তু তার গানের আবেদন কমেনি একটুও। এ গায়িকা এখনো স্টেজ শো’তে অপ্রতিদ্বন্দ্বী। মঙ্গলবার (৭ জানুয়ারি) আঁখির জন্মদিন। এ উপলক্ষে দিলেন সুখবর।

জানা গেছে, এবারের জন্মদিন উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন আঁখি আলমগীর। ‘জানের জান’ শিরোনামে গানটি লিখেছেন রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন। সুর ও সঙ্গীত করেছেন পুণম মিত্র।

গানে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। মিউজিক ভিডিওতে ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে আছেন বেলাল ও হিরা। এতে মডেল হয়েছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী ও শিশির সরদার।

আরও জানা গেছে, আঁখি আলমগীরের জন্মদিন ও নতুন গান প্রকাশ উপলক্ষে বুধাবার (৮ জানুয়ারি) ঢাকার গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ‘রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

১৯৭৪ সালের আজকের (৭ জানুয়ারি) দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিমন্ডলে। তার বাবা দেশের নন্দিত অভিনেতা আলমগীর; মা গীতিকার খোশনূর আলমগীর।

আঁখিই দেশের একমাত্র সঙ্গীতশিল্পী যিনি সঙ্গীতের পাশাপাশি অভিনয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। ছোট বেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় অভিনয় করে পুরস্কৃত হন। বড় হয়ে গায়িকা হিসেবে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে প্লেব্যাক করে পুরস্কৃত হন তিনি।

সর্বশেষ সংবাদ

‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

হজযাত্রাকে সহজ ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ