বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাতে চিকিৎসার উদ্দেশে লন্ডন যাচ্ছেন। ৭৯ বছর বয়সী এই নেত্রী বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকের পরামর্শে রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা করবেন।
ইতোমধ্যেই খালেদা জিয়াকে বহন করতে কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। জানা গেছে, এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিরতি শেষে লন্ডনের দিকে রওনা করবে।
খালেদা জিয়া ২০১৭ সালের জুলাই মাসের পর প্রথমবারের মতো বিদেশ সফর করছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে লন্ডনের একটি পুরোনো ঐতিহ্যবাহী হাসপাতাল, যা এনএইচএস-এর অধীনে সেখানে ভর্তি করা হবে। তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি ওই হাসপাতালে নিয়ে যাবেন।
লন্ডনে পৌঁছানোর পর তাকে ভিআইপি প্রটোকল দেবে দেশটির সরকার। ৮ জানুয়ারি, বাংলাদেশ সময় সকাল ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তার ব্যক্তিগত চিকিৎসকসহ কয়েকজন চিকিৎসক এবং দলের নেতারা থাকবেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন: ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ আল মামুন, তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এসএম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।