spot_img

একপেশে লড়াইয়ে রিয়াল মাদ্রিদের গোল উৎসবের রাত

অবশ্যই পরুন

যা হওয়ার কথা ছিল তা-ই হয়েছে। দুর্বল প্রতিপক্ষ দেপোর্তিভা মিনেরার বিপক্ষে সোমবার (৬ জানুয়ারি) গোল উৎসবের রাত পার করল রিয়াল মাদ্রিদ। একপেশে লড়াইয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো কার্লো আনচেলত্তির দল। ইউরোপের সফলতম দলটি জয় পেয়েছে ৫-০ গোলে।

এদিন শুরুর একাদশে প্রথম পছন্দের ফরোয়ার্ডদের কাউকে মাঠে নামাননি কার্লো আনচেলত্তি। তবুও গোলের জন্য একেবারেই ভাবতে হলো না। রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেছেন আর্দা গিলের। লুকা মদ্রিচ, ফেদে ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা একটি করে গোল করেন।

খেলা সম্প্রচারের জন্য অবকাঠামোগত সুবিধা না থাকায় নিজেদের মাঠে খেলতে পারেনি মিনেরা। বিকল্প হিসেবে বেছে নেয় কার্তাহোনোভা স্টেডিয়ামকে।

তৃতীয় মিনিটে প্রথম সুযোগ আসে রিয়ালের। এন্দ্রিকের শট ফিরিয়ে দেন মিনেরা গোলরক্ষক। দুই মিনিট পর ভালভের্দে অনায়াসে জাল খুঁজে নেন। চতুর্থ স্তরের দলকে প্রবল চাপে রাখা রিয়াল ব্যবধান দ্বিগুণ করে ১৩তম মিনিটে।

২৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন গিলের। ৫৫তম মিনিটে ব্যবধান বাড়ান মদ্রিচ। ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন গিলের।

শেষ পর্যন্ত কোপা দেল রের শেষ ৩২ এর ম্যাচে এলো প্রত্যাশিত বড় জয়।

সর্বশেষ সংবাদ

টাইম ম্যাগাজিনের কভারে প্রেসিডেন্টের চেয়ারে ইলন মাস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ইলন মাস্কের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এমন বিষয় নিয়ে চলছে বিতর্ক। এমন সময়ে টাইম ম্যাগাজিনের কভারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ