spot_img

সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০% বাড়ানোর ঘোষণা সিরিয়ার

অবশ্যই পরুন

আগামী মাস থেকে সরকারি চাকরিজীবীদের বেতন ৪০০% বাড়ানোর ঘোষণা দিয়েছে আহমেদ আল-শারা নেতৃত্বাধীন সিরিয়া সরকার। সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৫ জানুয়ারি) দেশটির অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী মোহাম্মদ আবাজেদ এ ঘোষণা দেন।

মোহাম্মদ আবাজেদ বলেন, মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক পুনর্গঠন সম্পন্ন করার পর আগামী মাসে সরকারি খাতের অনেক কর্মচারীর বেতন ৪০০ শতাংশ বৃদ্ধি করবে সরকার।

এ জন্য আনুমানিক ১.৬৫ ট্রিলিয়ন সিরীয় পাউন্ড বা প্রায় ১২৭ মিলিয়ন ডলার ব্যয় হবে বলেও জানিয়েছেন আবাজেদ।

তিনি বলেন, নতুন বিনিয়োগ, রাষ্ট্রীয় সম্পদ, আঞ্চলিক সহায়তা এবং বিদেশে রাখা সিরিয়ার সম্পদের সমন্বয়ে এই অর্থায়ন করা হবে। দেশের অর্থনৈতিক বাস্তবতার জরুরি সমাধানের পথে এটিই প্রথম পদক্ষেপ।

১৩ বছরের সংঘাত ও নিষেধাজ্ঞার পর সিরিয়ার অর্থনীতিকে স্থিতিশীল করতে নতুন সরকারের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা, নিউইয়র্কে প্রধান উপদেষ্টা

গত বছরের ছাত্র-জনতার আন্দোলনকে ভারত পছন্দ করেনি। ফলে ঢাকার ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়ায় ‘ভুয়া’ প্রতিবেদন...

এই বিভাগের অন্যান্য সংবাদ