spot_img

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সুবিধার্থে এনবিআরের দুই প্রজ্ঞাপন জারি

অবশ্যই পরুন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য কর্তৃক রাষ্ট্রীয় সহায়তা বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড একটি বিশেষ আদেশ জারি করেছে। রোববার (৫ জানুয়ারি) এ আদেশ জারি করা হয়।

অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পুরুষ সদস্যদের যদি পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে চান, সে ক্ষেত্রে একজন পুরুষ কর্তৃক পারিবারিক সঞ্চয়পত্রের ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ৬৫ বছরের বয়সসীমার বিদ্যমান শর্ত প্রত্যাহার করে আজ সোমবার (৬ জানুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই প্রজ্ঞাপন দুটি জারি করার ফলে জুলাই গণভ্যুত্থানের শহীদ পরিবারের নারী পুরুষ নির্বিশেষে যেকোনো বয়সের সদস্য আয়কর রিটার্ন দাখিল না করেই সরকারি অনুদানের অর্থ দ্বারা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন।

উল্লেখ্য যে, বিদ্যমান বিধান অনুযায়ী যেকোনো বয়সের নারী পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষরা ব্যতীত অন্য বয়সের পুরুষরা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন না। তাই শহীদ পরিবারের পুরুষ ক্রেতার ক্ষেত্রে সরকার বিদ্যমান বয়সসীমা শিথিল করলো।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি এই ফোরাম থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ