বাংলাদেশ জুড়ে এখন আলোচনার প্রধান বিষয় তাহসান খানের দ্বিতীয় বিয়ে এবং তার নতুন স্ত্রী। সকলকে অবাক করে শনিবার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন মিথিলার সাবেক স্বামী। বর্তমানে তার মেয়ের বয়স ১১ বছর, আর এই সময় নতুন করে নিজের জীবন সাজিয়ে নিয়েছেন এই গায়ক ও অভিনেতা। শনিবার সন্ধ্যায় বিয়ের সুখবর দিয়ে নতুন স্ত্রীকে বুকে আগলে সামাজিক মাধ্যমে পোস্ট দেন তাহসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান-রোজার বিয়ে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন, তাহসানের নতুন বউয়ের কার সাথে আগে সম্পর্ক ছিল এটা এখন সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয়। আর তাহসানের বউ অত্যন্ত সুন্দরী বলে আমাদের সকলের আফসোসের কোনো কারণ নাই। কারণ আল্লাহপাক উপর থেকে সব ফায়সালা করেন।জয় আরও উল্লেখ করেন, কার বউ সুন্দরী হবে কার জীবন সুন্দর হবে সেটা আমাদের সিদ্ধান্ত নয় বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত। আমরা খুব ছোট ছোট বিষয়কে গুরুত্বপূর্ণ ভেবে অধিকাংশ সময় কাটিয়ে দেই। ফাইনালি নিজেদের জীবনটাই গুরুত্বহীন হয়ে যায়।
এরপর ঠাট্টার সুরে জয় বলেন, ‘তবে আল্লাহ বাঁচাইছে! তাহসান এবং তাহসানের বউ নিয়ে যে শোরগোল, সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মোটামুটি চাঁপা পড়েছে।’
এই উপস্থাপক ও অভিনেতার ভাষায়, সোশ্যাল মিডিয়া এমনই একটি খেলনা যেটি আপনিও খেলতে পারেন। একটি বিষয়কে দিয়ে আরেকটি বিষয়কে ধামাচাপা দিতে পারেন। এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল।