spot_img

দিল্লিতে জ্যাক সুলিভানের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর

অবশ্যই পরুন

কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এবার ভারত সফরে এলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ ‘অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস (আইসিইটি)’ পর্যালোচনা করতে দুই দিনের সফরে গতকাল রোববার দিল্লি পৌঁছান জ্যাক সুলিভান।

বাইডেন প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগে এটিই জ্যাক সুলিভানের সর্বশেষ ভারত সফর। চলিত মাসের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার কথা রয়েছে। এসব কারণে সুলিভানের এই ভারত সফরকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বিকেলে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে জ্যাক সুলিভানের। বৈঠকে আইসিইটি বাস্তবায়নের বিষয়ে এই দুই নেতা বিস্তারিত আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক দৃঢ় করতে জো বাইডেনের শাসনামলে ‘আইসিইটি’ উদ্যোগটি নেওয়া হয়েছিলো।

এদিকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সুলিভান তার সফরের সময় দিল্লির আইআইটিতে বৈদেশিক নীতিবিষয়ক একটি গুরুত্বপূর্ণ বক্তৃতাও দেবেন। পিটিআই এসময় আরও জানায়, সুলিভান ও দোভাল যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন তার মধ্যে বেসামরিক পারমাণবিক অংশীদারিত্বের অগ্রগতি ও চীনের শক্তিশালী হয়ে ওঠা কীভাবে মোকাবিলা করা যায়, সেই বিষয়গুলো থাকবে।

সুলিভান ভারত সফরে আসার আগে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, ‘সুলিভানের সফরে ভারতের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও বিস্তৃত হবে। দ্বিপক্ষীয় বৈঠকে মহাকাশ, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি সহযোগিতা থেকে শুরু করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় ও তার বাইরেও যৌথ নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’

উল্লেখ্য, প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ২০২২ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আইসিইটি চালু করেছিলেন।

সর্বশেষ সংবাদ

শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীর সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থী হিসেবে ‘গ্রীণ সিগন্যাল’...

এই বিভাগের অন্যান্য সংবাদ