৮২তম গোল্ডেন গ্লোবস পুরস্কার অনুষ্ঠানে সেলেনা গোমেজ ও আরিয়ানা গ্রান্দেকে সেরা পারফরম্যান্সের জন্য মনোনীত করা হলেও তারা কোনো পুরস্কার পাননি। গতকাল ৫ জানুয়ারি বেভারলি হিলটনের লস অ্যাঞ্জেলসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
রোমাঞ্চকর এবং ফ্যান ফেভারিট সেলেনা গোমেজ ও আরিয়ানা গ্রান্দেকে ‘সেরা পারফরম্যান্স বাই আ ফিমেল একটর ইন আ সাপোর্টিং রোল ইন এনিমেশন পিকচার’ ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছিল।
সেলেনা গোমেজ ‘এমিলিয়া পেরেজ’ ছবির জন্য মনোনীত হন, আর অ্যারিয়ানা গ্রান্দে ‘উইকড’ ছবির জন্য মনোনীত হন। কিন্তু, দু’জনের কেউই এই পুরস্কার জিততে পারেননি। সেরা সাপোর্টিং ফিমেল অভিনেতার পুরস্কারটি জিতে নেন জোই স্যালডানা। তিনি ‘এমিলিয়া পেরেজ’ ছবিতে অভিনয় করেছিলেন।
পরিচালক জ্যাক অডিয়ার্ডকে ধন্যবাদ জানিয়ে, জয়ী জোই তার কো-স্টার সেলেনা গোমেজ এবং কারলা সোফিয়া গাসকনের শক্তি, জটিলতা এবং অসাধারণ প্রতিভার প্রশংসা করেন। যদিও সেলেনা এবং আরিয়ানা পুরস্কার জেতেননি তবে তারা অন্য কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।
সেলেনার সিনেমা অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল ‘বেস্ট টেলিভিশন সিরিজ।’ আর অ্যারিয়ানা গ্রান্দের উইকড ছবিটি ‘সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট’ পুরস্কার পায়।