spot_img

নারায়ণগঞ্জে যুবদলকর্মী শাওন হত্যা: ডিবির সাবেক এসআই কনক ৫ দিনের রিমান্ডে

অবশ্যই পরুন

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহম্মেদকে গুলি করে হত্যা মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক এসআই মাহফুজুর রহমান কনকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতে তার সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে তৎকালীন ডিসি এসপি অন্যান্যদের নির্দেশে পুলিশ বেপরোয়া গুলি চালিয়ে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মী, পথচারী, অফিসগামী কর্মীদের আহত করে। সেদিন পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হয়। তৎকালে পুলিশ গুলি চালিয়ে শাওনকে হত্যা করলেও মামলায় বিএনপির পাঁচ হাজার নেতাকর্মীদের আসামি করা হয়।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পট পরিবর্তনের পরে শাওন হত্যা মামলা দায়ের হলে সেই মামলায় অন্যতম আসামি ডিবির সাবেক এসআই কনককে গ্রেপ্তার করে সাতদিনের রিমান্ড প্রার্থনা করা হয়। আদালত শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এসআই কনক সেদিন চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে শাওনকে হত্যা করে। আমরা সেদিনের ভিডিও ফুটেজ আদালতে জমা দিয়েছি। যেই চাইনিজ রাইফেল সীমান্তে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় সেই রাইফেল দিয়ে কার কার নির্দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে, সেটা কনককে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে।

এর আগে, শাওন হত্যা মামলার ১৬নং এজাহারনামীয় আসামি ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তার বর্তমান কর্মস্থল ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সংবাদ

জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে লিবারেল পার্টির প্রধান পদ থেকে তার পদত্যাগের...

এই বিভাগের অন্যান্য সংবাদ