spot_img

সোশ্যাল মিডিয়া ব্যবহারে যা বললেন এলি

অবশ্যই পরুন

‘আ কমপ্লিট আননোন’ সিনেমা নিয়ে আলোচনায় আছেন হলিউড অভিনেত্রী এলি ফ্যানিং। অন্যান্য কাজ ছাড়াও সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন নায়িকা। এই তারকা এবার কথা বলেছেন সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে।

অভিনেত্রী নিজের অভিনয়-দক্ষতার উন্নতির সঙ্গে সমানভাবে গুরুত্ব দেন নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার প্রতিও। এ জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করে দিয়েছেন।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে এলি বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার যতটা সম্ভব স্বাস্থ্যকর রাখার চেষ্টা করি। আমি কেবল ইনস্টাগ্রামেই আছি। এটা যে খুব কম ব্যবহার করি তা নয়, কিন্তু এর মধ্যেও কীভাবে চাপ না নিয়ে উপভোগ করা যায় সেটা জানি।’

ইনস্টাগ্রাম ব্যবহার নিয়ে অনুসারীদের পরামর্শও দিয়েছেন এলি, ‘সবাই সুন্দর সুন্দর ছবি পোস্ট করে। আমি জানি, অনেক ছবিই অতি সম্পাদিত, কিছু কিছু ভুয়া; তারপরও মন দিয়ে দেখি। কিন্তু অনেকেই এসব দেখে ‘সুন্দর হওয়ার’ জন্য চাপ অনুভব করে। এটা অনেক বড় সমস্যা তৈরি করে। তরুণদের মানসিক স্বাস্থ্যের জন্য এটা বড় হুমকি।’

গত ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এলি।

সর্বশেষ সংবাদ

ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে সরকার: মিডা চেয়ারম্যান

মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক গতিপথের জন্য শক্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ