বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। কারাবন্দি থাকা থেকে শুরু করে দীর্ঘদিন গৃহবন্দি জীবন কাটাতে হয়েছে তাকে। তার বিদেশে চিকিৎসার আবেদনও বারবার প্রত্যাখ্যান করা হয়েছে।
এসব প্রসঙ্গে কিছুদিন আগে খালেদা জিয়ার কাছে সরাসরি জানতে চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানতে চান, এসবের জন্য শেখ হাসিনার ওপর তার কোনো রাগ হয় কিনা? উত্তরে খালেদা জিয়া বলেন, “রাগ করে কি করবো বলেন! আল্লাহর কাছে বলি।”
আজ সোমবার (৬ জানুয়ারি) ড. আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক পেজে এই স্মৃতিচারণ করেন। তিনি জানান, গত নভেম্বরে বেগম জিয়ার সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎ করেছিলেন। কিছুক্ষণ তাদের একান্তে কথোপকথন হয়। ওই সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শেখ হাসিনার শাসনামলের কঠিন সময় সম্পর্কে জানতে চান।
আসিফ নজরুল উল্লেখ করেন, খালেদা জিয়া একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি। সরাসরি প্রশ্ন করার পরও, দীর্ঘ পনেরো বছরের কঠোর সময়ের কথা স্মরণ করেও, খালেদা জিয়া কোনো ধরনের কঠোর বা কটু কথা বলেননি। বরং তার প্রতিক্রিয়া ছিল শান্ত।
;
এদিকে, বিএনপি সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বুধবার সকালে তিনি লন্ডনে পৌঁছাবেন এবং তারেক রহমানের বাসায় অবস্থান করবেন। তার লন্ডন যাত্রার সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
রবিবার রাতে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার লন্ডন যাত্রার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় সবসময় আপোষহীন থেকেছেন, তিনি আল্লাহর রহমতে আগামীকাল চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং আশা করছি, তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন।”