spot_img

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় আরও ৮৮ প্রাণহানি

অবশ্যই পরুন

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। রোববার (৫ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদম্যাধম আল জাজিরা এ তথ্য দিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলের সেনারা গাজার রাফা, নাবলুস ও দেইর আল বালাহ এলাকায় হামলা চালিয়েছে। নাবলুসে দোকান-পাট বন্ধ করে সামরিক চেক পয়েন্ট বসিয়েছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এসময় ২০৮ জন আহত হয়েছেন। অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

ইসরাইলের সামরিক বাহিনী জানায়, গাজার উত্তরাঞ্চলে এক সংঘর্ষে প্যালেস্টেনিয়ান ইসলামিক জিহাদের এক কমান্ডারের মৃত্যু হয়েছে।

এদিকে, ইসরায়েল ও হামাসের মধ্যে চলছে যুদ্ধবিরতির আলোচনা। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ৩৪ জিম্মিকে মুক্তি দিতে তালিকা অনুমোদন করেছে হামাস।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, বন্দিদের ফিরিয়ে আনার বিষয়ে হামাসের সঙ্গে কাতারের দোহায় আলোচনা শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে হামাস জানিয়েছে, ইসরাইলের উপস্থাপিত ৩৪ বন্দির একটি তালিকা অনুমোদন করেছে তারা। যা সম্ভাব্য চুক্তিতে বিনিময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।

সর্বশেষ সংবাদ

জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে লিবারেল পার্টির প্রধান পদ থেকে তার পদত্যাগের...

এই বিভাগের অন্যান্য সংবাদ