শ্রমবাজারে চলমান কর্মী সংকটের মধ্যে ভিসা এবং কর্মী নিয়োগে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। মূলত নিয়োগদাতা ও শ্রমিকদের মাঝে কাজের অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখতে এ পরিবর্তন আনা হয়েছে। খবর এনডিটিভি
শ্রমিক সংকট কাটাতে নিউজিল্যান্ড সরকার অভিবাসী শ্রমিকদের কাজের অভিজ্ঞতা তিন বছর থেকে কমিয়ে দুই বছর করেছে। এতে করে শ্রমিকরা যেন সহজেই কাজ খুঁজে নিতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে। নতুন নিয়মের ফলে দেশটিতে কাজের সন্ধান করা ভারতীয়দের জন্য বড় সুযোগ বয়ে আনবে।
নিউজিল্যান্ডে শ্রমিকরা দুটি উপায়ে কাজ করতে পারেন। যার মধ্যে রয়েছে তিন বছরের মাল্টি এন্টি ভিসা। এ ভিসার মাধ্যমে অভিজ্ঞ সিজনাল কর্মীরা দেশটিতে প্রবেশ করতে পারে। এছাড়া রয়েছে সাত মাসের সিঙ্গেল এন্টি ভিসা। এই দুই ভিসার মাধ্যমে নিউজিল্যান্ড শ্রম চাহিদা পূরণ করে থাকে।
এদিকে নিউজিল্যান্ড সরকার স্বীকৃত কর্মী ভিসা (এইডব্লিউভি) এবং নির্দিষ্ট কাজের ভিসা বন্ধ করেছে। এখন নতুন নীতির আলোকে বাজার দর অনুযায়ী নিয়োগদাতা শ্রমিকদের বেতন নির্ধারণ করবেন।