spot_img

ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত ইসরাইলের

অবশ্যই পরুন

ইসরাইলি সামরিক বাহিনী রোববার জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সাম্প্রতিক ধারাবাহিক হামলার এটাই সর্বশেষ।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তালমেই ইলাজার সাইরেন বাজানোর শব্দ শোনা মাত্রই ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত শুক্রবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। গত নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরাইলের একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকেই ইরানসমর্থিত বিদ্রোহীরা তাদের হামলা জোরদার করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী ও জরুরি সার্ভিস জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। গত ডিসেম্বরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১৬ জন আহত হয়েছে।

জবাবে ইসরাইলি বিমান বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইয়েমেনে হাউছিদের টার্গেট করে হামলা চালিয়েছে।

এদিকে, হাউছি বিদ্রোহীরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকেও টার্গেট করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অনেক সময় হুতিদের টার্গেট করে পাল্টা হামলা চালিয়ে আসছে।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় স্বতন্ত্র ইনস্টিটিউশন গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, গবেষণা এবং নীতিনির্ধারণকে প্রাতিষ্ঠানিক ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে একটি স্বতন্ত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ