spot_img

রণবীরকে হেয় করে সমালোচনার মুখে অভিজিৎ

অবশ্যই পরুন

বলিউডের জনপ্রিয় গায়কদের মধ্যে আছেন অভিজিৎ ভট্টাচার্য। বক্স অফিস হিট সিনেমায় প্লেব্যাক করেহেন তিনি। কাজের যুত্র ধরেই বলি তারকাদের সঙ্গে সুসম্পর্ক তার। তবে রণবীর কাপুরকে একেবারেই পছন্দ করেন না এই গায়ক। সম্প্রতি রণবীরকে হেয় করে মন্তব্যও করেন তিনি। এরপর থেকেই নেটদুনিয়াতে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গায়ক অভিজিৎ ভট্টাচার্য রণবীর কাপুরকে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি রণবীর অভিনীত ‘বেশরম’ সিনেমাটিকে ‘একটা সুপার ফ্লপ সিনেমা’ বলে উল্লেখ করেছেন।

রণবীর কাপুর অভিনীত ‘বেশরম’ সিনেমায় অভিজিৎ ও শ্রেয়া ঘোষাল মিলে “দিল কা যা হাল হ্যায়” গানটি গেয়েছিলেন। এই গানের প্রসঙ্গে অভিজিৎ বলেন, আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে আমি এই যুগের গায়ক নয়। আমি একটা গান গেয়েছিলাম, ‘দিল কা যা হাল হ্যায়’, একটা ফ্লপ সিনেমায়। গানটা জনপ্রিয় হয়নি। কেউ সিনেমার নাম মনে রাখেনি, তবে গান বাজালে মানুষ বুঝবে এটা কে গেয়েছে।

তিনি আরও বলেন, সবচেয়ে ফ্লপ গান বাজালেও মানুষ জানবে এটা কার গান। কিন্তু হিরো বা সিনেমার নাম মনে থাকবে না। সংগীতের সমস্ত অধিকার মিউজিক কোম্পানির, কিন্তু আমরা রয়্যালটি পাই না। তবে আমার কণ্ঠ সবার কানে আর মনে পৌঁছাবে।

এরপর এই গায়ক রণবীর কাপুরের নাম সরাসরি উল্লেখ না করে অভিজিৎ বলেন, রাম মন্দির উদ্বোধনের সময় একজন গোমাংস ভক্ষণকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা মোতেই ভালো হয়নি। আমি এটার নিন্দা জানাই।

প্রসঙ্গত, ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘বেশরম’ সিনেমাটি অভিনব কাশ্যপ পরিচালনা করেন। এতে রণবীর কাপুর ও পল্লবী শারদা প্রধান চরিত্রে ছিলেন। ঋষি কাপুর, নীতু কাপুর ও জাভেদ জাফরিও অভিনয় করেন। সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়নি এবং বক্স অফিসে ব্যর্থ হয়। বিষয়টি এক দশক পর সামনে এনে রণবীরকে হেয় করেন অভিজিৎ ভট্টাচার্য।

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ রাষ্ট্রপতির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। আগামী সপ্তাহে তাদের বিরুদ্ধে...

এই বিভাগের অন্যান্য সংবাদ