spot_img

অস্ট্রেলিয়ার ভার্সিটিতে ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার’ হয়েছেন বাংলাদেশি ইউশা

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার তাসমানিয়া ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে অসাধারণ ফলাফল অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী গাজী মো. ওয়াসি উল হক ইউশা। তার এই মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৪ সালের তাসমানিয়া সরকারের ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

বিলাসবহুল ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাসমানিয়ার স্কিলস অ্যান্ড ট্রেনিং মন্ত্রী ফেলিক্স এলিস এমপি ইউশার হাতে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে তাসমানিয়া ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক, পার্লামেন্ট সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাফল্যের এই মুহূর্তে ইউশার পাশে ছিলেন তার পিতা, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব গাজী মো. ওয়ালি উল হক, এবং তার মা, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. যাকিয়া সুমি সেতু। তারা তাসমানিয়ার অতিথিদের কাছ থেকে উষ্ণ প্রশংসা কুড়িয়েছেন।

ইউশার ছোট বোনও তাসমানিয়া ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত এবং পরিবারটির এই গৌরবময় ধারাবাহিকতা বজায় রাখছেন। ভাই-বোন দুজনই অস্ট্রেলিয়া সরকারের স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন, যা তাদের প্রতিভার আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

গত ১৮ ডিসেম্বর তাসমানিয়া ইউনিভার্সিটির গ্রাজুয়েশন অনুষ্ঠানে তাসমানিয়ার গভর্নর বারবারা বেকারের উপস্থিতিতে ইউশা ‘রোল অব এক্সসেলেন্স’ অ্যাওয়ার্ড পান।

সর্বশেষ সংবাদ

আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটা দলের নীতি আদর্শ পরিকল্পনা নেই, আছে শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ