spot_img

সাইবার আইনের সাড়ে ৮০০ মামলা বাতিল না করায় ভুক্তভোগীদের ক্ষোভ

অবশ্যই পরুন

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে করা সাইবার সিকিউরিটি আইনের অন্তত সাড়ে ৮০০ মামলা এখনো বাতিল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তারা। অনুষ্ঠানে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ এর খসড়ার নানা অসংগতি তুলে ধরেন বক্তারা।

সাইবার আইনের মালায় ভুক্তভোগী চিত্র সাংবাদিক শহিদুল আলম স্বচ্ছভাবে এই আইন করার আহ্বান জানিয়ে বলেন, আইন করতে সবার মতামত নেয়া প্রয়োজন কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। যাদের মতামত নেয়া হয়েছে তারও গুরু দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, প্রস্তাবিত আইনে ঔপনিবেশিক আইনের ধ্যান ধারণার কিছু শব্দ ব্যাবহার করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা আপোষযোগ্য না রাখার সমালোচনা করেন তিনি।

সর্বশেষ সংবাদ

মেসিহীন মায়ামিকে জেতালেন ডি পল-সুয়ারেজরা

আগের ম্যাচে মাত্র অষ্টম মিনিটে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। যে কারণে আর্জেন্টাইন অধিনায়ককে বেশ কয়েকটি ম্যাচে...

এই বিভাগের অন্যান্য সংবাদ